ফরিদপুরে বিশিষ্ট চিকিৎসক ‌ডঃ শাহিন জোয়াদ্দারের উপর হামলার প্রতিবাদে ‌মানববন্ধন অনুষ্ঠিত 

ফরিদপুর জেলা প্রতিনিধি
Dec 24, 2024 - 19:53
 0  4
ফরিদপুরে বিশিষ্ট চিকিৎসক ‌ডঃ শাহিন জোয়াদ্দারের উপর হামলার প্রতিবাদে ‌মানববন্ধন অনুষ্ঠিত 

ফরিদপুরের বিশিষ্ট  চিকিৎসক ‌মেডিকেল কলেজ  ও হাসপাতালের অর্থোপেডিক অধ্যাপক শাহীন জোয়াদ্দার এর  উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে ‌ উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।

উক্ত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন ডা: মোঃ শাহিন জোদ্দারের আপন বড় ভাই মোঃ শামীম জোয়াদ্দার, চাচাতো ভাই সাত্তার জোদ্দার,  কোমরপুর ঈদগাহ এর ইমাম রেজাউল করিম,  মোঃ জিহাদুল ইসলাম রত্ন সহ কোমরপুরের এলাকাবাসী। 
উক্ত বিক্ষোভ ও মানববন্ধনে বক্তারা অতর্কিত হামলাকারী সন্ত্রাসীদের  দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে এসে দ্রুত বিচার দাবি করেন। উল্লেখ করা যেতে পারে মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজের অর্থপেডিক চিকিৎসক শাহীন জোয়াদ্দার কে অতর্কিত সন্ত্রাসী হামলা করা হয়। ‌ এতে তিনি মারাত্মকভাবে আহত হন।
এ ঘটনার ‌ প্রতিবাদে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন শাহীন জোয়ার্দার ‌অত্যন্ত ভালো ‌ও বিনয়ী চিকিৎসক হিসেবে ‌সুপরিচিত। ‌ তিনি একজন মানবিক ডাক্তার। ‌ আজ প্রকাশ্য দিবালোকে ‌ তার উপর যে হামলা করা হয়েছে ‌ এটা নিন্দনীয়। উক্ত আসামি এখন পর্যন্ত গ্রেফতার না হওয়ায় ‌ বক্তারা  ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা বলেন মঙ্গলবারের মধ্যে অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা না হলে আগামীকাল বুধবার ‌ ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে মেডিকেলের ছাত্র-ছাত্রী এবং স্টাফদের নিয়ে কঠোর কর্মসূচি পালন করা হবে।
বলে হুশিয়ারি ব্যক্ত করেন। এরপর একটা বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow