ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে
ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় ফরিদপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সাহাবুদ্দিন এর নানা অনিয়ম দুর্নীতির প্রতিবাদ, অপকর্মের বিচার দাবি ও তার অপসারণের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার উদ্যোগে উক্ত কর্মসূচি পালন করা হয়। ফরিদপুর ভাঙ্গা রাস্তার মোড়ে অবস্থিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক সম্মেলনের সামনে এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কাজী রিয়াদ, আবরার নাদিম ইতু, মেহেদী হাসান ,
সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ ফরিদপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ সাহাবুদ্দিন এর নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ জানান। তারা উপজেলায় বিভিন্ন মসজিদে ইমাম নিয়োগে দুর্নীতি, ইসলামিক ফাউন্ডেশনের বই বিক্রির টাকা আত্মসাৎ ও নারী কেলেঙ্কারির অভিযোগ এনে সাহাবুদ্দিন এর অপসারণ দাবি করেন। অবিলম্বে সাহাবুদ্দিন এর অপসারণ না করলে ভবিষ্যতে কঠোর আন্দোলন কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দেন।
What's Your Reaction?