ফরিদপুরে মরহুম মঞ্জুরুল ইমামের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
ফরিদপুর প্রেসক্লাবের প্রবীণ সদস্য, সাংবাদিক ও কথা সাহিত্যিক মফিজ ইমাম মিলনের পিতা মরহুম মঞ্জুরুল ইমামের মৃত্যু দিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল শুক্রবার বিকেলে শহরের কমলাপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ শিকদার সড়কের ইমাম বাড়িতে অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদ।
এ সময় ফরিদপুরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দরাজনৈতিক ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন
এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ইসলামের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
তারা বলেন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বো,ধর্মীয় বিধি বিধান মেনে চলবো।
বক্তারা সন্তানদের মাদক থেকে দূরে রাখতে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে বলে আলোচনা সভায় জানান।
এ সময় বক্তব্য রাখেন মরহুম মনজুরুল ইমামের পুত্র ফরিদপুর প্রেসক্লাবের প্রবীণ সদস্য সাংবাদিক ও কথা সাহিত্যিক মফিজ ইমাম মিলন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহ ফরিদ দরগাহ মসজিদের পেশ ইমাম আবুল কালাম আজাদ।
What's Your Reaction?