ফরিদপুরে ‌মাইক্রোবাস ‌ও প্রাইভেটকার চালকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি
Jan 8, 2025 - 14:38
 0  2
ফরিদপুরে ‌মাইক্রোবাস ‌ও প্রাইভেটকার চালকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরে মাইক্রোবাস ‌ও প্রাইভেটকার চালকদের সাথে মত বিনিময় সভা ‌অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের গোয়ালচামটে অবস্থিত ‌ মাইক্রোস্ট্যান্ড এ মত বিনিময় সভায় ট্রাফিক আইন সম্পর্কে আলোচনা করেন ‌‌মোঃ খুরশিদ আলম সিকদার ‌টি আই জেলা ট্রাফিক বিভাগ ফরিদপুর, সার্জেন্ট প্রশান্ত কুমার মৌলিক ‌সদর ট্রাফিক ফরিদপুর। 
এ সময় বক্তারা ‌ট্রাফিক আইন মেনে ‌গাড়ি চালানোর জন্য চালকদের প্রতি আহ্বান জানান।
এ সময় ‌ চালকদের মধ্যে বক্তব্য রাখেন,মোঃ হাকিম মিয়া, মোঃ আমিরুল ইসলাম প্রমূখ ।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর মাইক্রোবাস স্ট্যান্ডের  সাধারণ সম্পাদক ‌মোঃ মিলন বেপারী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিক। এ সময় চালকেরা জানান শহরের বিভিন্ন মোড়ে ব্যানার,ভাসমান ও অবৈধ দোকান পাটের কারণে‌ এবং  রাস্তায় জেব্রা ক্রসিং স্পিড বেকার ‌না থাকার কারণে অনেক সময় দুর্ঘটনার ঘটনা ঘটে ‌। 
অবিলম্বে এসব সমস্যার সমাধান করলে দুর্ঘটনা কমবে।
 উল্লেখ অবৈধ দোকান এবং রেল সিগন্যাল না থাকার কারণে গতকাল মঙ্গলবার ফরিদপুরে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে ‌ ৫ জন ব্যক্তি নিহত হবার কারণ তুলে ধরে আলোচনা করা হয় । এ সময় সেখানে রেল ক্রসিং থাকলে এবং ‌অবৈধ দোকানপাট না থাকলে এই দুর্ঘটনা এড়ানো যেতে বলে বক্তারা আলোচনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow