ফরিদপুরে রিক্সা চালক ফরহাদ প্রামানিককে হত্যা করে রিকশা নিয়ে গেছে দুর্বত্তরা

ফরিদপুর জেলা প্রতিনিধি
Jan 31, 2025 - 19:52
 0  3
ফরিদপুরে রিক্সা চালক ফরহাদ প্রামানিককে হত্যা করে রিকশা নিয়ে গেছে দুর্বত্তরা

ফরিদপুরে ফরহাদ প্রামাণিক (২১) নামে এক রিকশা চালক তরুণকে গলায় রশি পেচিয়ে শ্বাস রোধ করে হত্যা করে তার চালিত রিকশা নিয়ে গেছে দুর্বত্তরা।

শুক্রবার দুপুর ২টার দিকে ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের  হাতেম খার পাড়া এলাকার হাকি মোল্লার মালিকানাধীন একটি পুকুরের পাড়ে কালাবাগান এলাকা থেকে ওই রিকশা চালকের লাশ উদ্ধার করে কোতয়ালী থানার পুলিশ।
নিহত ফরহাদ প্রামাণিক রাজবাড়ী সদরের পাচুড়িয়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের বাসিন্দা সাত্তার প্রামাণিকের ছেলে। এক বছর আগে ফরহাদ বিয়ে করেছেন। তার স্ত্রী সন্তান সম্ভাবা।
ওই এলাকার বাসিন্দারা জানায়, ওই এলাকার একটি শিশু একটি মুঠোফোন খুঁজে পায়। ওই ফোনে ফরহাদের বাবা ফোন ফোন করে তার ছেলে সম্পর্কে জানতে পারে। পরে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
নিহত ফরহাদের বাবা  সাত্তার প্রামাণিক বলেন, তার ছেলে ফরহাদ গত বৃহস্পতিবার বিকেলে ব্যাটারি চালিত রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাত ৯ টার পর থেকে তার মুটোফোন বন্ধ পাওয়া যায়।  আজ দুপুরে তার মুঠোফোনে একটি শিশুর কথা শুনে ফরহাদের অবস্থান জানতে পারি।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে ব্যাটারি চালিত রিকশাটি হাতিয়ে নেওয়ার জন্য ফরহাদকে গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তিনি বলেন, মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow