ফরিদপুরে সদর উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Apr 24, 2025 - 15:25
 0  5
ফরিদপুরে সদর উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত

ফরিদপুর সদর উপজেলায় এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান। এতে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা এম. এ. নাহার প্রমুখ।

সভায় বক্তারা সদর উপজেলার বিভিন্ন এনজিওর বাস্তবায়িত ও চলমান কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি এসব কার্যক্রম সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট পক্ষগুলোর পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আরও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এনজিও প্রতিনিধিবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow