ফরিদপুরে সাদপন্থী খুনিদের সন্ত্রাসী হামলা ও হত্যার প্রতিবাদে এবং গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
ফরিদপুরের ওলামায়ে কেরাম, তাবলীগের সাথী, সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে টঙ্গীর ইজতেমা ময়দানে সাদ পন্থী খুনিদের সন্ত্রাসী হামলা এবং হত্যার প্রতিবাদে ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ এবং পরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টা থেকে বেলা ১টা পর্যন্ত উক্ত কর্মসূচি পালিত হয়। খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার উপদেষ্টা মাওলানা হেলাল উদ্দিনের সভাপতিত্বে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা শাহ আকরাম আলী, ইসলামী আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, খেলাফত মসজিদ ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, সহ-সভাপতি মাওলানা সৈয়দ শামসুল হক, মুফতি মাহমুদ হাসান ফায়েক, সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির, ইমাম কল্যাণ ফাউন্ডেশন ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল, মাওলানা আবুল হোসাইন, মুফতি মনসুর আহমাদ, মুফতি মনসুর আহমদ, মুফতি কামরুজ্জামান, মুফতি আব্দুল কাইয়ুম, মাওলানা আবুল হোসাইন, ফরিদপুর ডায়াবেটিস কলেজের অধ্যক্ষ ডাঃ জহিরুল ইসলাম মিয়া, মুফতি কামরুজ্জামান শামসুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ সহ উপজেলা হতে আগত মাওলানা মেজবাহ, মাওলানা লিয়াকত আলী, মুফতি মনিরুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মাসুদ, মাওলানা রওশন সাহেব, মাওলানা সালাহ উদ্দিন, মাওলানা সাদিকুর রহমান সহ অন্যান্য ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত বক্তারা বলেন ইসলামের সবথেকে বড় শত্রু ইহুদি, আর এই ইহুদীদের উদ্দেশ্যে হাসিল করার জন্য সাদপন্থীরা রাতের অন্ধকারে নিরীহ মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে। আমরা সাদপন্থী এই খুনিদের কে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করি। এছাড়া ফরিদপুর জেলা সাদপন্থী নেতা মাওলানা আনোয়ার হোসেন কে অবাঞ্চিত ঘোষণা করেন এবং ফরিদপুর জেলায় সাদপন্থীদের কোন কার্যক্রম করতে না দেওয়ার হুঁশিয়ারি দেন।
এর আগে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে এসে হাজির হয়। এ সময় তারা অবিলম্বে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিভিন্ন রকম স্লোগান প্রদান করেন। মিছিলটি জনতা ব্যাংকের মোড় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
What's Your Reaction?