ফরিদপুরে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Mar 12, 2025 - 15:34
 0  2
ফরিদপুরে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন

দেশব্যাপী খুন, ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে আজ ১২ মার্চ (বুধবার) সকাল ১০:৩০ টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সামাজিক প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক শিপ্রা রায়। এতে কমিটির সদস্য প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

বক্তব্য রাখেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক হোসনেয়ারা বেগম, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিপ্লব কুমার মালো, কমিউনিস্ট পার্টির নেতা রফিকুজ্জামান লায়েক, জেলা খেলাঘরের সভাপতি আলতাফ হোসেন, বিনোদন নাট্যগোষ্ঠীর পক্ষে রাসেল মিয়া, চাঁদের হাটের প্রতিনিধি মাহফুজ খান বাদল, সনাক ফরিদপুরের সাবেক সভাপতি অধ্যাপক আলতাফ হোসেন, ফরিদপুর নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক পান্না বালা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিনিধি নন্দিতা ঘোষ, সিনিয়র আইনজীবী মানিক কুমার মজুমদার, উদীচী শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে ইমদাদ মিয়া, ধর্ষণের বিরুদ্ধে আমরা সংগঠনের সাধারণ সম্পাদক দিল আফরোজ শ্রাবণী এবং ব্লাস্ট ফরিদপুর ইউনিটের সমন্বয়কারী এডভোকেট শিপ্রা গোস্বামী।

বক্তারা সকলেই ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার ঘটনার দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow