ফরিদপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক সভা অনুষ্ঠিত
ফরিদপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াছীন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের
পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা,
ফরিদপুর ব্যাপ্টিস্ট চার্চ এর সভাপতি মিসেস স্বাতী চক্রবর্তী, ফরিদপুর ইসকন এর অধ্যক্ষ সত্য চৈতন্য দাশ ব্রহ্মচারী, রামকৃষ্ণ মিশন এর অধ্যক্ষ নিত্যানন্দ মহারাজ, ফরিদপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক শেখ আকরামুল হক প্রমুখ।
এছাড়া অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
তারা বলেন- বাংলায় আবহমান কাল হতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে বসবাস করে আসছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বাংলাদেশের জনগণ সদা সর্বদা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে বসবাস করে আসছে এখানে প্রতিটি উৎসব পার্বণে প্রত্যেকেই প্রত্যেকের উৎসবে মেতে উঠে,তাই আমরা চাই বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হোক, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
What's Your Reaction?