ফরিদপুরে স্কলাস্টিক হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ফরিদপুরের শোভারামপুর সুইস গেটে অবস্থিত স্কলাস্টিক হাই স্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২১ফেব্রুয়ারী) সকালে অনুষ্ঠিত এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস জাফরি, বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রুমা আফরোজ তুলি, ফরিদপুর জেলা ছাত্রলীগ সভাপতি তামজীদুল রশিদ চৌধুরী রিয়ান,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, আওয়ামীলীগের সদর উপজেলা শাখার দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের পরিচালক বৈশাখী চক্রবর্তী। সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় মোট ১৭ টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং ৬ টি গ্রুপে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক বৃন্দ খেলা গুলো উপভোগ করেন।
What's Your Reaction?