ফরিদপুরে হাসিবুল হাসান ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ফরিদপুরে মরহুম হাসিবুল হাসান (হাসিব মিয়া) শর্ট পিস নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
এতে চ্যাম্পিয়ন হয়েছে নিবিড় স্মৃতি একাদশ। তারা প্রতিযোগিতার ফাইনালে ১৬ রানে মাস্টার কলোনি ক্রিকেট দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।
এই টুর্নামেন্টের আয়োজন করেন লালের মোড় যুব সংঘ।
শুক্রবার রাতে খেলাটি অনুষ্ঠিত হয়।
ফরিদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ এর বাড়ির সংলগ্ন মাঠে ফাইনাল এ খেলা উপভোগ করার জন্য সন্ধ্যার পর থেকেই দর্শকদের ভীড় লক্ষ্য করা যায়। পুরুষদের পাশাপাশি মহিলা দর্শকদের উপস্থিতি ও ছিল লক্ষ্য করার মতো। আর খেলা অনুষ্ঠিত হবার পর বিভিন্ন পুরস্কারের পাশাপাশি দেয়া রেফেল ড্র তে ১৫ জন পুরস্কার লাভ করেন।
আগে প্রথমে ব্যাট করতে নেমে নিবিড় স্মৃতি সংঘ ৬৩ রান সংগ্রহ করে, জবাব দিতে নেমে গিয়ে মাস্টার কলোনি দল ৪৭ রান সংগ্রহ করে । খেলা শেষে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি ও ১২০০০ টাকা এবং রানার আপ দলকে ট্রফি ও ৮০০০ টাকা প্রদান করা হয়। গুরুত্বপূর্ণ খেলাটি পরিচালনা করেন আম্পায়ার মিলন ও আলামিন।
What's Your Reaction?