ফরিদপুরে ১২ কেজি গাঁজা সহ ৩ জন গ্রেপ্তার

ফরিদপুর জেলা প্রতিনিধি:
May 12, 2024 - 16:43
 0  22
ফরিদপুরে ১২ কেজি গাঁজা সহ ৩ জন গ্রেপ্তার

ফরিদপুরের সালথা উপজেলায় ১২ কেজি গাঁজা সহ ০২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে ঢাকার বাড্ডা থেকে আরো ১ জনকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (১২মে) দুপুরে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (কোতয়ালী জোন) মোহাম্মদ আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার আপন দুই ভাই আশিক মুন্সী (৩০) ও 
মোঃ মতিউর রহমান (৪৫) এবং  একই থানার মোঃ আজগর আলী মোল্যা (৩০)। 
রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ জানায়, মাদক বিরোধী  বিশেষ অভিযান পরিচালনা করে সালথা থানাধীন কেশারদিয়া হাড়ভাঙ্গা তিন রাস্তার মোড় এলাকা হতে মাদক কারবারি আশিক মুন্সী (৩০) ও মোঃ মতিউর রহমান (৪৫) কে শনিবার ১১(মে) আনুমানিক সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে দিকে ১২ কেজি গাঁজা সহ আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত আসামীদের দেয়া তথ্যমতে উদ্ধারকৃত গাঁজার পৃষ্ঠপোষক ও আর্থিক যোগানদাতা আসামী মোঃ আজগর আলী মোল্যা (৩০) কে ঢাকার বাড্ডা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ আরো জানায়, উক্ত আটককৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকা হতে মাদকদ্রব্য সরবরাহ করে ঘটনাস্থল সহ আশেপাশের থানা এলাকায় বিক্রয় করে থাকে। উক্ত আসামীদের বিরুদ্ধে সালথা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow