ফরিদপুরে ৭ দিন ব্যাপী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Feb 21, 2024 - 19:33
 0  15
ফরিদপুরে ৭ দিন ব্যাপী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ‌শহরের অম্বিকা ময়দানে ‌ ৭ দিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করা হয়েছে ।

বুধবার(২১ফেব্রুয়ারী) বিকেলে ‌শহরের অম্বিকা ময়দানে ‌এ  উপলক্ষে ‌ আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে গ্রন্থ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য একে আজাদ,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এমদাদ হুসাইন, স্থানীয় সরকার বিভাগের ‌ উপপরিচালক রওশন ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির, ফরিদপুর প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যাপক ‌ মোঃ শাহজাহান,উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এ সময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা মেলায় অংশগ্রহণকারী স্টল মালিকরা এবং ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।‌ আলোচনা সভায় বক্তারা এই গ্রন্থমেলার মাধ্যমে জনগণ বই পড়ার ক্ষেত্রে আগ্রহী হওয়ার পাশাপাশি জ্ঞান অর্জনের মাধ্যমে দেশ ও জাতিকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য যে,৩০ টি স্টল নিয়ে সপ্তাহব্যাপী এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
 অনুষ্ঠানে প্রধান অতিথি ‌মেলার বিভিন্ন স্টল দেখেন।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে ফরিদপুর শিল্পকলা একাডেমিতে ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সংবাদ লেখা পর্যন্ত অনুষ্ঠানটি চলছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow