ফরিদপুরে ৮৯ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফরিদপুরের কোতোয়ালী থানার পিয়ারপুর বাজার এলাকা থেকে ৮৯ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। সোমবার (২৮ এপ্রিল) সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ফরিদপুর জেলার ভাঙ্গা হাইওয়ে সংলগ্ন পিয়ারপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক বহনকারী মোটরসাইকেলসহ মো. ইফতারুল হক ওরফে শাকিল (২২) নামে এক যুবককে আটক করা হয়। আটক শাকিলের বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার জয়রামপুর গ্রামে। তার পিতার নাম মৃত হাসিবুল ইসলাম।
অভিযানের সময় তার কাছ থেকে আনুমানিক ২ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ৮৯ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত ইফতারুল হক একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে মোটরসাইকেলযোগে ফরিদপুর জেলার কোতোয়ালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?






