ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল হলেন আসাদুজ্জামান শাকিল 

এহসানুল হক, ফরিদপুর প্রতিনিধি
Nov 26, 2024 - 19:16
 0  15
ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল হলেন আসাদুজ্জামান শাকিল 

ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ সার্কেল (সহকারী পুলিশ সুপার) নির্বাচিত হয়েছেন মো. আসাদুজ্জামান শাকিল। তিনি জেলার নগরকান্দা-সালথা সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত। আইনশৃঙ্খলার বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে।  

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। 

এর আগে সোমবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে ফরিদপুরের পুলিশ লাইন্সের হলরুমে পুলিশের মাসিক কল্যাণ সভায় নগরকান্দা-সালথা সার্কেলের এএসপি আসাদুজ্জামান শাকিলকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

ফরিদপুর পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল তাকে তার কাজের স্বীকৃতি স্বরূপ ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসারের সম্মাননা তুলে দেন।  

জানা গেছে, নগরকান্দা-সালথা সার্কেলের দুই থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্য জব্দ, বেশ কিছু আলোচিত অপরাধের রহস্য উদঘাটন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ওয়ারেন্ট নিষ্পত্তিসহ আরও নানা কৃতিত্বের জন্য তাকে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত করা হয়েছে এবং সম্মাননা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, ফরিদপুরের পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈয়দ হাসানুল কবীর মিশু সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow