ফরিদপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগ ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাতটায় শহরের আলিপুর অবস্থিত হাসিবুল হাসান লাবলু সড়কের আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোনাজাত ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
মোনাজাত পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শাহ মোহাম্মদ শহীদুল্লাহ। জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিয়াজ জামান সজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস ঝর্না হাসান। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ সহ ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তরঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটা শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে ।
What's Your Reaction?