ফরিদপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Jul 27, 2024 - 17:48
 0  14
ফরিদপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত 

ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি নির্ধারণে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১ টায় শহরের আলিপুরে অবস্থিত আওয়ামীলীগ অফিসে উক্ত যৌথ সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক নিয়াজ জামান সজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মিসেস ঝর্না হাসান, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস, ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও  কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান ও কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী, সেক্টর কমান্ডের ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলী, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী লীগের সভাপতি বাবু মোল্লা, জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি গোলাম মোহাম্মদ নাছির, জাতীয় কৃষক লীগ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার দাস লক্ষণ, মৎস্যজীবী লীগ ফরিদপুর জেলা শাখার  সভাপতি কাজী আব্দুস সোবহান, মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস মাহমুদা বেগম, যুব মহিলা লীগের আহ্বায়ক রুকসানা আহমেদ মেহেবী,, স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি জহিরুল ইসলাম জনি, যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ সুলতান খান রাহাত, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান। এ সময় বিভিন্ন সংগঠনের নেতাকর্মিবৃন্দ উপস্থিত ছিলেন।
 সভায় নেতৃবৃন্দ বলেন, বিএনপি জামাতের নাশকতা 
অগ্নি সন্ত্রাস জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। 
তারা দেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর করেছে। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করেছে। মূলত ‌ তারা কোটা আন্দোলনের নামে দেশের বিভিন্ন স্থানে এসব কর্মকাণ্ড করেছে।
বক্তারা বলেন  কোঠা আন্দোলন এর নামে  আন্দোলকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাত করার চেষ্টা করেছিল।
ফরিদপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ এর নেতৃত্বে সহযোগী সংগঠনে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে  বিএনপি
জামাতের নাশকতার কর্মকাণ্ড প্রতিহত করায় ঐ দিন ফরিদপুর কোন অরাজকতার ঘটনা ঘটেনি। ফরিদপুর শান্ত ছিল।
বক্তারা ১৭ জুলাই দেশব্যাপী কোঠা আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এছাড়া আগস্ট মাসব্যাপী সকল কর্মসূচিতে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দকে অংশগ্রহণ করার  আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow