ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত
ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১ টায় শহরের মুন্সি বাজারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে
প্রহসনের ডামি’ নির্বাচন বাতিল, সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তনসহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রেশন ব্যবস্থা ও ন্যয্যমূল্যের দোকান চালু, খেলাপি ঋণ ও বিদেশে পাচার হয়ে যাওয়া টাকা উদ্ধারের দাবিতে
উক্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।এ সময় সিপিবি'র কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য
রফিকুজ্জামান লায়েক, ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল,
জেলা রিকসা ভ্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন,
জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমদাদ মিয়া,
ফরিদপুর জেলা সিপিবি'র সম্পাদক মন্ডলির সদস্য বেলায়েত হোসেন, জেলা কমিটির সদস্য আশরাফুল আলম বাবু প্রমূখ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন।বক্তারা সকল শ্রেণী পেশার মানুষকে কমিউনিস্ট পার্টির পতাকাতলে সমবেত হয়ে তীব্র গণ আন্দোলন গড়ে তোলাসহ প্রহসনের নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধিনে পূন: নির্বাচনের দাবী জানান।
What's Your Reaction?