ফরিদপুর জেলা প্রশাসকের আয়োজনে দু'দিনব্যাপী শীতের পিঠাপুলি ও বসন্ত উৎসব অনুষ্ঠিত
ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে দুদিন ব্যাপী পিঠাপুলী ও বসন্ত উৎসব শুরু হয়েছে ।
মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় ফরিদপুর জেলা প্রশাসকের প্রাঙ্গনে উক্ত উৎসব অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে এ সময় মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য একে আজাদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোর্শেদ আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল সহ জেলা প্রশাসকের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে দুইদিন ব্যাপী শীতের পিঠাপুলি বসন্ত উৎসবে ফরিদপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার ৩০টি স্টল অংশগ্রহণ করছে।
What's Your Reaction?