ফরিদপুর পলিটেকনিকে অবস্থান কর্মসূচি ও মশাল মিছিল

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Apr 17, 2025 - 22:25
 0  5
ফরিদপুর পলিটেকনিকে অবস্থান কর্মসূচি ও মশাল মিছিল

ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ অবৈধ পদোন্নতির রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে অবস্থান কর্মসূচি ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটায় সাধারণ ছাত্রছাত্রীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন কম্পিউটার বিভাগের তৃতীয় পর্বের শিক্ষার্থী নাফিজুল ইসলাম রোহান।

এসময় আরও উপস্থিত ছিলেন মেকানিক্যাল বিভাগের সপ্তম পর্বের ছাত্র বুলবুল আহমেদ, সিভিল বিভাগের সপ্তম পর্বের মো. সজল, কম্পিউটার বিভাগের পঞ্চম পর্বের দাউদ শেখ, মেকানিক্যাল বিভাগের মোহাম্মদ তরিকুল, সিভিল বিভাগের আশিক ও শফিকুল ইসলাম এবং মেকানিক্যাল তৃতীয় পর্বের শিক্ষার্থী শাকিবসহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা জানান, “আজ সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা ও সচিবদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের বৈঠকের কথা থাকলেও তাঁরা আসেননি। মৌখিকভাবে আমাদের দাবি মেনে নেওয়া হলেও লিখিতভাবে এখনো কিছুই নিশ্চিত করা হয়নি। আমরা আমাদের ন্যায্য দাবিগুলোর বাস্তবায়ন চাই।”

তারা আরও বলেন, “যতদিন পর্যন্ত আমাদের দাবিগুলো পূরণ না হবে, ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব। পরবর্তীতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow