ফরিদপুর পলিটেকনিকে ‘কাফন আন্দোলন’—দাবি আদায়ে শিক্ষার্থীদের প্রতিবাদী মিছিল

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Apr 18, 2025 - 22:11
 0  4
ফরিদপুর পলিটেকনিকে ‘কাফন আন্দোলন’—দাবি আদায়ে শিক্ষার্থীদের প্রতিবাদী মিছিল

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘৮৭-এর কাফন আন্দোলন’-এর অনুকরণে কাঁফনের কাপড় মাথায় বেঁধে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে এক গণমিছিলের আয়োজন করেন।

পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এবং কম্পিউটার বিভাগের পঞ্চম পর্বের শিক্ষার্থী নাফিজুল ইসলাম রোহানের সভাপতিত্বে এ মিছিলটি ক্যাম্পাসের অভ্যন্তরে অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মাথায় কাফনের কাপড় বেঁধে দাবি আদায়ে দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম পর্বের ছাত্র বুলবুল আহমেদ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম পর্বের মো. সজল, কম্পিউটার বিভাগের দাউদ শেখ, মো. তরিকুল, মো. আশিক, শফিকুল ইসলাম এবং তৃতীয় পর্বের শাকিবসহ পলিটেকনিক ইনস্টিটিউটের অসংখ্য সাধারণ শিক্ষার্থী।

ছাত্ররা বলেন, “আজ আমরা কাফনের কাপড় মাথায় নিয়ে মাঠে নেমেছি। আমাদের ছয় দফা দাবি মৌখিকভাবে যেভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, তা লিখিত আকারে নিশ্চিত করতে হবে। না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।”

তারা এ বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow