ফরিদপুর পৌরসভার উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত
ফরিদপুর পৌরসভার উদ্যোগে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে ফরিদপুর পৌরসভার সভাকক্ষে উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন ফরিদপুর পৌরসভার প্রশাসক চৌধুরী রওশন ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী শামসুল আলম, ফরিদপুর পৌরসভার সচিব ও পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডল, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আহাদুজ্জামান, বাজার পরিদর্শক মোঃ কাউছার খান। এ সময় পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মশালায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
What's Your Reaction?