ফরিদপুর পৌরসভার ১২ ও ১৬ নং ওয়ার্ডের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
ফরিদপুর পৌরসভার ১২ ও ১৬ নং ওয়ার্ডের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জনসচেতনতায় ১২ ও ১৬ নং ওয়ার্ডে কর্মী সমাবেশ শনিবার বিকেল চারটায় অনুষ্ঠিত হয়। শহরের গোয়ালচামটে অবস্থিত সারদা সুন্দরী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
১২ নং ওয়ার্ড বিএনপি'র সাবেক সভাপতি মোঃ সোহরাব মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি'র আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের
আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু, জাসাস ফরিদপুর জেলা দলের আহ্বায়ক অ্যাডভোকেট রাশেদুল হাসান তুহিন।
এ সময় স্থানীয় ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা গত ১৭ বছর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন। তারা বলেন বিএনপি করতে গিয়ে অনেকে নির্যাতিত হয়েছে, অনেক নেতা কর্মী শহীদ হয়েছেন, অনেক নেতা কর্মী মিথ্যা মামলায় জেল জুলুম এর শিকার হয়েছেন। গত ৫ ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে আমরা মন খুলে কথা বলতে পারছি।
বর্তমানে একটা অন্তবর্তী কালীন সরকার রয়েছে। তারা খুব তাড়াতাড়ি নির্বাচনের রোড ঘোষণা করবেন বলে দাবি করা হয়। বক্তারা বলেন ফরিদপুরে পরীক্ষিত বিএনপি নেতা এডভোকেট সৈয়দ মোদাররাস আলি ইসা। তিনি বিএনপি'র বিগত দিনে অনেক অত্যাচার সহ্য করেছেন। তিনি নির্যাতিত হয়েছেন। বারবার আওয়ামী লীগ নেতাকর্মী দ্বারা হামলার শিকার হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন। আর তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর ৩ সদর আসন থেকে তাকে মনোনয়ন দেবেন বলে সভা থেকে জোর দাবি জানানো হয়।
এর আগে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা সমাবেশ স্থলে এসে উপস্থিত হন।
What's Your Reaction?