ফরিদপুর পৌর জামায়াতের কর্মসূচি অনুষ্ঠিত 

ফরিদপুর জেলা প্রতিনিধি
Dec 16, 2024 - 16:35
 0  2
ফরিদপুর পৌর জামায়াতের কর্মসূচি অনুষ্ঠিত 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর পৌরসভা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার সকাল ১১ টায় উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফরিদপুর  জামায়াতের পৌর শাখার সভাপতি ড: এহসানুল মাহাবুব রুবেল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক আবদূত তাওয়াব ‌ফরিদপুর জেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা বদরউদ্দিন,নায়েবে আমির মোঃ ইমতিয়াজউদ্দিন আহমেদ, ফরিদপুর সদর জামায়াতে ইসলামীর আমির মোঃ জসিম উদ্দিন আহমেদ, নায়েবে আমির মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সেক্রেটারি হাফেজ মাওলানা মোঃ শহীদুল্লাহ,ফরিদপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এ আবুল বাশার, ফরিদপুর শিবিরের সভাপতি মোঃ জিহাদুল ইসলাম রত্ন সহ ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মী উপস্থিত ছিলেন।

এক সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন  ১৯৭১ সালে এদেশের মানুষ মুক্তির ও সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করে স্বাধীনতা অর্জন করেছিল। কিন্তু স্বাধীনতার পরেই শেখ মুজিবুর রহমান অনিয়ম করে সেই ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছিল। তারই কন্যা একই কায়দায় বিগত ১৬ বছরে অনিয়ম দুর্নীতি হত্যা গুম সহ নানা অপরাধ কায়েম করে বাংলাদেশকে শাসন ও শোষণ করেছে। বাংলাদেশ ১৯৭১ সালে যে স্বাধীনতা অর্জন করেছিল সেই স্বাধীনতা সুফল আমরা কখনোই ভোগ করতে পারিনি,এ প্রেক্ষিতে ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন করা হয়েছে, তা আমরা আর নষ্ট হতে দেব না এবং এই বাংলাদেশকে আমরা ন্যায় ও ইনসাফ কায়েম করে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই। বিগত আওয়ামী ফ্যাসিবাদী দোসরদের উদ্দেশ্যে বলেন যেভাবে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের অন্যায় ভাবে ফাঁসি দিয়েছেন, এছাড়া স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে পিলখানা এবং শাপলা চত্বরের গণহত্যার বিচারসহ বিগত ১৫ বছরে শেখ হাসিনা তারা যে অন্যায়, জুলুম, নির্যাতন ও ধনসম্পদ লুট করে নিয়েছে তার এই বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন হতে হবে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ার জন্য আগামীতে বাংলাদেশের সকল জনগণকে নিয়ে একটি সমৃদ্ধশালী দেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে একটা বিজয় মিছিল শহর প্রদক্ষিণ করে। মিছিলে দলীয় সমর্থক নেতাকর্মীবৃন্দ অংশগ্রহণ করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow