ফরিদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ফরিদপুর প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক শেখ মফিজুর রহমান শিপনের সঞ্চালনায় উক্ত সাধারন সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রেসক্লাবের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাব সদস্য মোঃ আশরাফুজ্জামান দুলাল ,গীতা পাঠ করেন ক্লাব সদস্য মানিক কুমার দাস। এরপর ক্লাবের প্রয়াত সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর গত এক বছরের বিভিন্ন কর্মকান্ড, আয় ব্যয়ের হিসাব গঠনতন্ত্র বিষয়ে আলোচনা করেন ক্লাবের সদস্য জাহিদ রিপন, হাসানুজ্জামান , সাজ্জাদ হোসেন রনি, হারুন আনসারী, নাজিম বাকাউল, বিভাষ দত্ত মঞ্জুয়ারা স্বপ্না, সিরাজুল ইসলাম, আলিমুজ্জামান রনী ,আশীষ পোদ্দার বিমান ,শেখ সাইফুল ইসলাম অহিদ , কামরুল ইসলাম সিদ্দিকী,অনুষ্ঠানে বিগত দিনের কার্যক্রম এবং আগামী দিনের ক্লাব পরিচালনার কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়।
What's Your Reaction?