ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

ফরিদপুর জেলা প্রতিনিধি
Jan 21, 2025 - 12:58
 0  2
ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

ফরিদপুর ‌প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় ‌ ক্লাবের মরহুম এডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে শহিদুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সদরপুরে নিক্সন চৌধুরীর মদদ পুষ্ট সন্ত্রাসী সংগঠন "ফারুক লালন" বাহিনীর হাত থেকে জীবন রক্ষা প্রসঙ্গে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
এতে সভাপতিত্ব করেন ‌ ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ মনির হোসেন। 
সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল এর ‌ সঞ্চালনায় 
 এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ‌ সদরপুরের সাড়ে সাত রশি ইউনিয়নের বাসিন্দা শহিদুল ইসলাম সাহেব। তিনি তার লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানান -
বিগত আওয়ামী লীগ আমলে ফরিদপুর চার আসনের এমপি নিক্সন চৌধুরীর মদতপুষ্ট সন্ত্রাসীরা  মোঃ শহিদুল ইসলামের বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর ও লুটপাট করে এবং তার দখল নেয়। 
জেলা প্রশাসক, এসি ল্যান্ড, পুলিশ সুপার, সদর থানা, আদালত ভূমি প্রতিরোধ আইনে মামলা নং ৫৩০/২৩ ঘটনার তারিখ:২৭-০৮-২০২৩ ইং পরও মীমাংসার স্বার্থে ২১ বার সালিশ  দরবার করেও কোন সুরাহা করা সম্ভব হয়নি। নিক্সন চৌধুরীর মদত পুষ্ট সন্ত্রাসী ফারুক লালন বাহিনী ভুক্তভোগী ব্যক্তির জীবন ব্যবসা প্রতিষ্ঠানে হামলার হুমকি দিতে থাকে এবং পরবর্তীতে  ২০-১০-২০২৪ তারিখে ভুক্তভোগীর ব্যবসা প্রতিষ্ঠান " উলফা ওয়েল মিলে " দোকানপাট ভাঙচুর করে, মাথায় ও বুকে আঘাত করে এবং মারধর করে।"পরবর্তীতে সন্ত্রাসী গ্রুপ আরো বেপরোয়া হয় ওঠে এবং ভুক্তভোগীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। ভুক্তভোগী তার নিজ জীবন এবং পরিবারের জীবনের নিরাপত্তাহীনতায়  ভুগছেন।  সন্ত্রাসীদের অত্যাচারে এবং হুমকিতে ভুক্তভোগী তার নিজ বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারছে না।
আওয়ামী লীগ আমলে  সদরপুরে নিক্সন চৌধুরীর মদদ পুষ্ট সন্ত্রাসী সংগঠন সন্ত্রাসী গ্রুপ "ফারুক লালন বাহিনী মাদক ব্যবসা, অস্ত্র, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল অভিযোগ করা হয়। এ সকল কর্মকান্ডে  অপরাধীদের  গ্রেপ্তার করা হলেও তারা জামিনে বের হয়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে। আর তাই তিনি তার নিরাপত্তার প্রয়োজনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন তার স্ত্রী রাশিদা বেগম এবং কন্যা সুমাইয়া আক্তার। এছাড়া ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ ‌ এবং বিভিন্ন এবং বিভিন্ন গণমাধ্যমের‌ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow