ফরিদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের বার্ষিক আনন্দ ভ্রমন অনুষ্ঠিত
আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার বার্ষিক আনন্দ ভ্রমন- সম্পন্ন হয়েছে।
শুক্রবার বার্ষিক আনন্দ ভ্রমন নড়াইল জেলায় অনুষ্ঠিত হয়। সেখানকার এস এম সুলতানের কমপ্লেক্সে ও নিরিবিলি পিকনিক কর্নারে দিনব্যাপী আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ফরিদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজন সকাল ৭ টার দিকে ফরিদপুর ত্যাগ করে। শহরের জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে দুটি বাস যোগে নড়াইলের উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রার পূর্বে সংগঠনের যুগ্ন-সম্পাদক জিল্লুর রহমান রাসেল দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এরপরে আনন্দ ভ্রমন উপলক্ষে বিলাস বহুল দুইটি বাসে রওয়ানা হয় সংগঠনটি। বাসে ভ্রমনটি ছিল খুবই আনন্দ দায়ক।
সংগঠনের সভাপতি মাহবুব হোসেন পিয়াল ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সহ কমিটির সদস্যরা বাসে থাকা সকল সদস্যকে সর্বোচ্চ সেবা ও খোঁজ খবর রাখেন।
সকল সদস্যের মাঝে আনন্দ ভ্রমনের খুবই চমৎকার টি শার্ট ও খাবার বিতরণ করেন।
দুপুরের খাবার গ্রহণের পর গ্রুপ ছবি তোলা এবং সংক্ষিপ্ত সময়ের জন্য শিশুদের জন্য ফুটবল প্রতিযোগিতা। মহিলাদের জন্য বল ছোঁড়া প্রতিযোগিতা এবং বড়দের জন্য টাইব্রেকারের মাধ্যমে খেলা অনুষ্ঠিত হয়।
সবশেষে একটি গ্রুপ এবং রেফেল ড্র অনুষ্ঠিত হয়।
এতে প্রায় ১৫ টি পুরস্কার প্রদান করা হয়।
রেফেল ড্র অনুষ্ঠানে প্রথম পুরস্কার পেয়েছে সাংস্কৃতিক সম্পাদক নিরঞ্জন মিত্র।
What's Your Reaction?