ফরিদপুর মহানগর যুবদলের উদ্যোগে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ফরিদপুর মহানগর যুবদলের উদ্যোগে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১১ টায় আলোচনা সভা ও ফ্রি হেল্প ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফরিদপুর মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এম এম ইউসুফ ভিপি ইউসুফ এর সভাপতিত্বে এবং মহানগর যুবদলের সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক নায়াব ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর মহানগর বিএনপি'র আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, ফরিদপুর মহানগর বিএনপি'র সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল আলম রঞ্জন চৌধুরী, অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর বিএনপি সহ-সভাপতি সেলিম মিয়া সেলিম। এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের ফরিদপুর জেলা শাখার সভাপতি ডাক্তার মোস্তাফিজুর রহমান শামীম।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন সমাজের দুঃস্থ মানুষের মধ্যে
দাঁড়ানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নেতৃত্বে দেশব্যাপী এই কর্মসূচি পালিত হচ্ছে।
বক্তারা বলেন বিএনপি জনমানুষের দল। সব সময় জনগণের পক্ষে কাজ করে।
আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ আগস্ট এর পরে আরাম-আয়েশে বিদেশে বসে আছেন । অন্যদিকে দেশের জনগণ কষ্ট পাচ্ছে।
আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী।
তিনি বিদেশে পালিয়ে যান নাই বিএনপি'র প্রত্যেকটা নেতা কর্মী মানুষের কল্যাণে আত্মনিয়োগ করছে।
মানুষের কষ্ট হয় এমন কোন কাজ আমরা করব না। বিগত দিনে আওয়ামী লীগ নেতাকর্মী যেভাবে আমাদের উপর অত্যাচার করেছে। আমরা তা করবো না। যদি কোন নেতা কর্মী ওই ধরনের কর্মকাণ্ড করে তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। একটি সুসঠ নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি নেতা কর্মীরা মাঠে থাকবে। আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। দলকে সুসংগঠিত করতে হবে। প্রত্যেকটি এলাকায় এরকম মেডিকেল ক্যাম্প চলবে।আজকে যারা এখানে রোগী হিসেবে এসেছে তাদের বিনামূল্যে সেবা প্রদান করা হবে সবাইকে দেশ গড়ার কাজে উদ্বুদ্ধ করা হবে।
অনুষ্ঠানে বিএনপি'র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সাথে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করা হয়। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত ব্যক্তিবর্গ শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করেন এবং যারা আহত হয়ে হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তাদের সুস্থতা কামনা করা হয়।
What's Your Reaction?