ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের জানাজা ও গার্ড অব অনার প্রদান
ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নে বুধবার বিকেল পৌনে পাঁচটায় গেরদা ইউনিয়নের বাখুন্ডা কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেকের জানাজা ও গার্ড অব অনার অনুষ্ঠিত হয়।
উক্ত জানাজা ও গার্ড অব ওনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক শওকত আলী জাহিদ, সাবেক পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, কোতোয়ালি থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন, গেরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ এমার হক সহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের জানাজা ও গার্ড অব অনার শেষে রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
What's Your Reaction?