ফরিদপুর সদর  উপজেলায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Jan 30, 2024 - 17:22
 0  9
ফরিদপুর সদর  উপজেলায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু 

ফরিদপুরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা বারোটায়   শহরের রাজবাড়ি রাস্তার মোড় সংলগ্ন ফরিদপুর সদর  উপজেলা পরিষদে উপজেলা  প্রশাসনের আয়োজনেএ মেলা অনুষ্ঠিত হচ্ছে।উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ান উল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অমিত দেবনাথ, সদর উপজেলার চেয়ারম্যান  আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য যে, ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান মেলা-২০২৪ এ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তথ্য প্রযুক্তির বিভিন্ন সামগ্রী নিয়ে অংশগ্রহণ করেন। 
এ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা দেশ ও জাতির স্বার্থে মানব কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা তুলে ধরেন এবং বিজ্ঞান এবং প্রযুক্তির কার্যক্রম গতিশীল করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
কোমলমতি শিশু ও স্কুল কলেজ শিক্ষার্থীদের মোবাইলে ও ইন্টারনেটের  আসক্তি রোধে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের তথ্য প্রযুক্তি গবেষণা করার গুরুত্ব  তুলে আলোচনা করেন।
উক্ত মেলায় ‌ মোট ২২ টি স্টল অংশগ্রহণ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow