ফরিদপুর সদর টু মধুখালী উপজেলার নব নির্মিত সীমানা প্রাচীরের উদ্বোধন

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Apr 9, 2024 - 19:33
Apr 9, 2024 - 19:35
 0  10
ফরিদপুর সদর টু মধুখালী উপজেলার নব নির্মিত সীমানা প্রাচীরের উদ্বোধন

ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ফরিদপুর সদর উপজেলা টু মধুখালী উপজেলার নবনির্মিত সীমানা প্রাচীরের উদ্ধোধন করা হয়েছে।  

ফরিদপুর সদর উপজেলা পরিষদের বাস্তবায়নে মঙ্গলবার সকাল ১০ টায় এ উপলক্ষে  ফলক উন্মোচন করে দুই উপজেলার স্বাগতম ফরিদপুর সদর উপজেলা পরিষদ লেখা নবনির্মিত সীমানা প্রাচীরের প্রধান ফটক আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করে  প্রাচীরের উদ্বোধন করেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কোতয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম, সদর উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাকচী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  কোতয়ালী থানা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক খোকন মাতুব্বর, কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি সদস্য মোঃ জাহিদ মোল্লা, সাবেক সংরক্ষিত মহিলা সদস্য নাছিমা আক্তার সহ সুশীল সমাজের প্রতিনিধি ও এলাকার সকল পর্যায়ের সাধারণ নাগরিক ও উক্ত এলাকার গণ্যমান্য  ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সীমানা প্রাচীরটি সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মল্লিকপুর-
মাঝকান্দীর মাঝামাঝি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থান করছে। প্রাচীরটির উচ্চতা ১০ ফিট এবং এর নিচের দিকে দৈর্ঘ্য ৫ ফিট ও প্রস্ত ৫ ফিট। উল্লেখ্য গত ৫ এপ্রিল তারিখে  প্রাচীরটির পাকা করন কাজের সমাপ্তি হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow