ফরিদপুর সরকারি পলিটেকনিকে শিক্ষার্থীদের কর্মসূচি অব্যাহত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Apr 19, 2025 - 16:33
 0  5
ফরিদপুর সরকারি পলিটেকনিকে শিক্ষার্থীদের কর্মসূচি অব্যাহত

কারিগরি শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আন্দোলন অব্যাহত রয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে প্রায় ৩৫ মিনিট ধরে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে প্রতিষ্ঠানটির মূল ফটক লাল কাপড় দিয়ে ঢেকে অনির্দিষ্টকালের জন্য প্রতীকীভাবে বন্ধ ঘোষণা করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মেকানিক্যাল বিভাগের সপ্তম পর্বের শিক্ষার্থী বুলবুল আহমেদ। এতে আরও উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম পর্বের শিক্ষার্থী মো. সজল, কম্পিউটার বিভাগের পঞ্চম পর্বের শিক্ষার্থী দাউদ শেখ, মেকানিক্যাল বিভাগের সপ্তম পর্বের মোহাম্মদ তরিকুল, সিভিল বিভাগের মো. আশিক ও শফিকুল ইসলাম, এবং মেকানিক্যাল তৃতীয় পর্বের শিক্ষার্থী শাকিবসহ বহু সাধারণ শিক্ষার্থী।

বক্তারা বলেন, “আমরা দেশের মানুষের ক্ষতি করে কোনো কর্মসূচি চালাতে চাই না। তবে কারিগরি শিক্ষা ধ্বংসের চক্রান্তের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আমাদের যৌক্তিক দাবি লিখিতভাবে না মানা হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।”

তারা আরও বলেন, “এই আন্দোলন ন্যায্য দাবির পক্ষে। সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, নইলে বড় ধরনের কর্মসূচি সামনে অপেক্ষা করছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow