ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশ

গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যা ও বর্বর হামলার প্রতিবাদে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৭ এপ্রিল) জেলায় এ কর্মসূচি পালন করেন সর্বস্তরের তৌহিদী জনতা।
দুপুরে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার থেকে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন রাকিব মনি ইফতি, আমিনুল ইসলাম বাবু, ইব্রাহিম খলিল, মাওলানা আব্দুর রাজ্জাক ও মাওলানা আলমগীর হোসেন প্রমুখ।
জেলা সদরে পৃথকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করে খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামী। এতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আবদুল মান্নান, ছাত্রশিবিরের জেলা সভাপতি মাঈনুদ্দীনসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তারা বলেন, “ইসরায়েল নামক বর্বর ইহুদি রাষ্ট্র ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের ওপর নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে। নারী-শিশু-বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না।”
একই দিন বিকাল তিনটায় জেলার মাটিরাঙ্গা উপজেলায় হাজারো ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতীব হাফেজ ক্বারি মাওলানা হারুনুর রশীদ আজিজীর সভাপতিত্বে এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন গোমতি শাহী জামে মসজিদের খতীব মুফতি মাওলানা শামীম হোসেন ফারুকী, গাজীনগর জামে মসজিদের খতীব মাওলানা আব্দুল জলিল, কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফারুকী, বদরী কাফেলা (৩১৩)'র সভাপতি মাওলানা জাহিদুল ইসলাম, খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আবুল ও কাজীপাড়া জামে মসজিদের খতীব মুফতি মাওলানা আলমগীর হোসেন হাবিবী প্রমুখ।
বক্তারা অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।
What's Your Reaction?






