ফিলিস্তিনে হামলার প্রতিবাদে আশুলিয়ায় ছাত্র দলের মানববন্ধন ও বিক্ষোভ

গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন ছাত্র দল। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে গুমাইল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাংলাবাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
বিক্ষোভ ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ইসরাইলি পণ্য বর্জনের মাধ্যমে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশই তাদের আন্দোলনের মূল লক্ষ্য। তারা ইসরাইলি আগ্রাসন বন্ধ, গাজায় হত্যা-নির্যাতনের অবসান এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে স্লোগান দেন।
বিক্ষোভে নেতৃত্ব দেন ইয়ারপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি প্রার্থী মো. জাহিদুল ইসলাম সুমন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্র দল নেতা তারেক রহমান, রায়হান পলান, আশিক হুসাইন, আলিফ হোসেন পারভেজ, রানা আহম্মেদসহ স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মো. জাহিদুল ইসলাম সুমন বলেন, “তোমার টাকায় যেন না হয় গাজায় বোমা ফেলার কারণ—ইসরাইলি পণ্য মানেই গাজায় রক্ত। আমাদের টাকায় আর চলবে না হত্যাযজ্ঞ। কোকাকোলা, স্প্রাইট ও সেভেন আপসহ কিছু আন্তর্জাতিক কোমল পানীয় কোম্পানি ইসরাইলে ব্যবসা করে এবং তাদের লাভের একটি অংশ ইসরাইলি সামরিক খাতে ব্যয় হয়। তাই দেশীয় কোম্পানিগুলোর উচিত এসব পণ্যের বিকল্প তৈরি ও জনপ্রিয় করতে দোকানদারদের প্রণোদনা দেওয়া।”
তিনি আরও বলেন, “ইসরাইলি পণ্য বর্জনের পাশাপাশি ফিলিস্তিনের স্বাধীনতা আদায় না হওয়া পর্যন্ত এই প্রতিরোধ চলবে।”
What's Your Reaction?






