ফুল বিজুতে সাংবাদিকদের ‘লাল কার্ড’, চেঙ্গী নদীতে প্রতিবাদী ব্যানার

মোহাম্মদ কেফায়েত উল্লাহ, জেলা প্রতিনিধি, খাগড়াছড়িঃ
Apr 12, 2025 - 23:06
 0  3
ফুল বিজুতে সাংবাদিকদের ‘লাল কার্ড’, চেঙ্গী নদীতে প্রতিবাদী ব্যানার

‘No Journalist, No Photography’, ‘বায়াসড মিডিয়া, বায়াসড সাংবাদিক’—এমন লেখা লাল ব্যানারে ঘেরা চিত্র দেখা গেলো পার্বত্য জেলা খাগড়াছড়িতে। শুক্রবার (১২ এপ্রিল) সকালে চাকমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ফুল বিজু উৎসব কাভার করতে গিয়ে এমনই বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

খাগড়াছড়ি সদরের চেঙ্গী নদীর খবংপুড়িয়া ঘাটে প্রতিবছরের মতো ফুল বিজুর সংবাদ সংগ্রহে যান স্থানীয় গণমাধ্যমকর্মীরা। কিন্তু সেখানে আগে থেকেই ঝুলানো লাল ব্যানারে লেখা ছিলো— ‘দুঃখের সময় পাশে নাই, সুখের বেলায় আছি ভাই’, ‘Journalists not allowed’, ‘এই বায়াসড কভারেজে আমরা থুথু দিতে চাই’।

পরে সেখানে উপস্থিত থাকা কিছু চাকমা যুবক সরাসরি সাংবাদিকদের বাধা দিয়ে ছবি তোলা ও খবর সংগ্রহে বাধা দেন। কোনো রকম পূর্ব ঘোষণাবিহীন এই আচরণে হতবাক ও ক্ষুব্ধ হন উপস্থিত সাংবাদিকরা।

এ বিষয়ে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য বলেন, “পার্বত্য তিন জেলার সাংবাদিকেরা সব সম্প্রদায়ের সুখ-দুঃখ, উৎসব-অনুষ্ঠানে সমানভাবে পাশে থাকেন। কিন্তু কোনো কারণ ছাড়াই এভাবে সংবাদকর্মীদের বাধা দেওয়া অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত এবং উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি আরও অভিযোগ করেন, “একটি স্বার্থান্বেষী মহল সাংবাদিকদের উসকে দিয়ে পার্বত্য এলাকায় উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে। বিষয়টি প্রশাসনের গুরুত্বসহকারে দেখা উচিত।”

প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে বসবাসরত চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব বৈসাবি। এর অংশ হিসেবেই ১২ এপ্রিল ভোরে ‘ফুল বিজু’ পালিত হয় চাকমা সম্প্রদায়ের পক্ষ থেকে। চৈত্র মাসের ২৯ তারিখ ভোরে চেঙ্গী নদীতে ফুল ভাসিয়ে গঙ্গা দেবী ও উপগুপ্ত বুদ্ধের উদ্দেশে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় এই আনুষ্ঠানিকতা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow