বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামীলীগের কর্মসূচি অনুষ্ঠিত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে কর্মসূচি পালিত হয়েছে । এরই অংশ হিসেবে রবিবার সকাল ৯ টায় শহরের আলিপুর অবস্থিত হাসিবুল হাসান লাভলু সড়কের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ অনুষ্ঠিত হয়। এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার এর সঞ্চালনায় জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?