বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল ফাইনাল খেলা  অনুষ্ঠিত 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Jul 16, 2024 - 23:07
 0  8
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল ফাইনাল খেলা  অনুষ্ঠিত 

“শিশুবান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা” এই স্লোগানকে ধারণ করে।

ফরিদপুর সদর উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-
২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 
ফরিদপুর সদর উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে- মঙ্গলবার বাখুন্ডা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার উদ্ধোধন ঘোষণা করেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সামছুল আলম চৌধুরী। 
প্রধান অতিথি হিসিবে তিনি বলেন, আজকের শিশুদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সম্পর্কে জানতেই এ খেলার আয়োজন করা হয়েছে। শিশুরা যেনো তাঁদের সম্পর্কে জানতে পারে। কেননা আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। 
বিশেষ অতিথি হিসেবে ফরিদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইমান আলী মোল্লা, 
গেরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ এমার হক, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ আলতাফ হুসাইন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গেরদা আওয়ামী লীগের সভাপতি  সৈয়দ গোলাম আইয়ুব হারিছ, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সদর উপজেলা উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তুহিনুর রহমান মন্ডল (খোকন), অম্বিকাপুর ইউপি চেয়ারম্যান মোঃ নূরুল আলম প্রমুখ। 
স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার নার্গিস জাফরী।
আয়োজক কমিটির সূত্রে জানাযায়, ফরিদপুর সদর উপজেলার ১১ টি ইউনিয়নের ১ শত ৫৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ইউনিয়ন পর্যায়ে খেলা চুড়ান্ত পর্বে ওঠে আসে ৪ টি বালক এবং ৪ টি বালিকা দল। ৮ টি দলের চুড়ান্ত পর্বে খেলে ৪ টি দল  উপজেলা পর্যায়ে  ফাইনালে পৌঁছায়। এর মধ্যে  রণকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম তুলাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল এবং গোলাপবাগ লতিফুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল বনাম এম.এ আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল । 
বঙ্গমাতা ফুটবলের ফাইনাল খেলার  রণকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে তুলাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়  বালিকা দল ১-০ গোলে জয় লাভ করে চ্যাম্পিয়ন অর্জন করে। 

ফাইনাল খেলার অপর ম্যাচে বঙ্গবন্ধু ফুটবলে  গোলাপবাগ লতিফুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়  দল বনাম প্রথম অর্ধে এম.এ আজিজ বালক দল ২ গোল করে। দ্বিতীয় অর্ধে গোলাপবাগ লতিফুন্নেছা বালক দল পাল্টা দুইটি গোল করে খেলাটি ২-২ গোলে ড্র করে। 
এরপরে ট্রাইবেকারে গোলাপবাগ লতিফুন্নেছা বালক দলকে ৪-৩ গোলে পরাজিত করে এম এ আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়  চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ।
উক্ত খেলায় সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ ক্রীড়া প্রতিযোগিতারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow