বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
বন্যা দুর্গত এলাকায় মানুষের সাহায্যের জন্য পাশে দাঁড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরই অংশ হিসেবে সমাজের সর্বস্তরের জনগণের সহায়তা কামনা করেছে তারা। শুক্রবার দুপুরে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ বন্যা দুর্গত এলাকায় সাহায্যের জন্য ত্রাণ সামগ্রী হিসেবে আর্থিক সাহায্য, শুকনো খাবার, মুড়ি, চিড়া, ঔষধপত্র খাবার, স্যালাইন ফিটকারি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে।
এ সময় শিক্ষার্থীরা জানান, বন্যা দুর্গত এলাকায় ফেনী এবং কুমিল্লায় তাদের এসব সংগৃহীত ত্রাণ সামগ্রী বন্যা দুর্গত মানুষের মধ্যে পৌঁছে দেয়া হবে। ফরিদপুরের প্রায় ১০ থেকে ১২ টি স্পটে এ সমস্ত ত্রাণ সামগ্রী সংগ্রহ করা হচ্ছে বলে তারা জানান।
What's Your Reaction?