বরগুনায় ব্রীজ ভেঙে বরযাত্রীর গাড়ি খালে, নিহত ১০

আলমগীর শুভ, বরগুনা প্রতিনিধি:
Jun 22, 2024 - 21:08
 0  10
বরগুনায় ব্রীজ ভেঙে বরযাত্রীর গাড়ি খালে, নিহত ১০
বরগুনার আমতলীতে ব্রীজ ভেঙে বরযাত্রী বহনকারী দুটি গাড়ি খালে পরে গিয়েছে। এঘটনায় নারী ও শিশুসহ ১০ জন নিহন হয়েছে৷ নিখোঁজ রয়েছে আরও ১২ জন। শনিবার (২২জুন) দুপুরে উপজেলার হলদিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে৷
স্থানীয় ও প্রত্যাক্ষদর্শীরা জনায়, শনিবার দুপুর ২ টার দিকে হলদিয়া ইউনিয়নের ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে একটি মাইক্রোবাস ও অটোরিকশা পার হওয়ার সময় ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। এ সময় অটোরিকশার যাত্রীরা বের হয়ে এলেও মাইক্রোবাসের যাত্রীরা বের হতে পারেনি। স্থানীয় লোকজন লোকজন ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা এপর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিখোঁজ রয়েছেন কমপক্ষে আীও ১১ জন।
বিষয়টি নিশ্চিত করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন বলেন, সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ার ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে ১০টি লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মাইক্রোবাসটি এখনও পানির নিচে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow