বরিশালের আগৈলঝাড়ায় স্কুলছাত্রী ধর্ষণ

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্থানীয় এক সন্তানের জনক এই নৃশংস কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ উঠেছে। গৈলা ইউনিয়নের পশ্চিম সেরাল গ্রামে বুধবার (১৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা যায়, ওই দিন দুপুরে স্কুলছাত্রী (১৩) বাড়িতে একা থাকা অবস্থায় প্রতিবেশী সুমন সন্যামত (অভিযুক্ত) তার ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর ছাত্রী শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হলে পরিবারের কাছে বিষয়টি জানায়। এরপর ধর্ষিতার মা স্থানীয় আগৈলঝাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, ধর্ষণের অভিযোগে তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে। ধর্ষিতাকে মেডিকেল পরীক্ষার জন্য বরিশালের শেখ হাসিনা বাকচৌধুরী মেমোরিয়াল হাসপাতালের (শেবাচিম) ওসিসিতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয়রা অভিযুক্তের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। শিশু অধিকার কর্মীরা নিরাপদ শিক্ষাপরিবেশ নিশ্চিত করতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
পুলিশ সুপার (বরিশাল) কার্যকরী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, "আমরা মামলাটি গুরুত্বের সঙ্গে নিচ্ছি। ধর্ষকের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে।"
এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে সামাজিক সচেতনতা ও কঠোর শাস্তি বিধানের ওপর জোর দিয়েছেন শিশু ও নারী অধিকার সংগঠনগুলো।
What's Your Reaction?






