বরিশালে র্যাব-মাদক ব্যবসায়ী গুলিযুদ্ধে নিহত ১, র্যাব সদস্যসহ আহত ৫

বরিশালের আগৈলঝাড়া উপজেলার সাহেবের হাটের বাঁশবাড়ি এলাকায় সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় র্যাবের একটি মাদকবিরোধী অভিযানে হামলার ঘটনা ঘটেছে। অভিযানে র্যাব সদস্যদের ওপর গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে এক মাদক ব্যবসায়ী নিহত হন এবং আরও চারজন আহত হন, যাদের মধ্যে রয়েছেন একজন গুলিবিদ্ধ ও দুই র্যাব সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাদা পোশাকে র্যাব সদস্যরা অভিযানে গেলে তাদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরা লাঠিচার্জ করেন। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরাও গুলি ছোড়ে। এতে সিয়াম মোল্লা (২২) ও রাকিব মোল্লা নামের দুইজন গুলিবিদ্ধ হন। আহত হন আরও দুজন, যাদের পরিচয় পাওয়া যায়নি।
গুলিবিদ্ধদের মধ্যে সিয়াম মোল্লাকে গৌরনদী উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত রাকিবকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সিয়াম উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার রিপন মোল্লার ছেলে এবং আহত রাকিব একই এলাকার খালেক মোল্লার ছেলে। তারা দুজনই এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সময় এক মোটরসাইকেল চালক হাসান মৃধা জানান, একদল অপরিচিত লোক গুলিবিদ্ধ সিয়ামকে ইজিবাইক থেকে নামিয়ে তার মোটরসাইকেলে তুলে দেন এবং হাসপাতালে নেওয়ার অনুরোধ করেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাকিয়া রহমান।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
এদিকে র্যাব-৮ এর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউর রহমান জানিয়েছেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে এবং গোটা এলাকা নজরদারিতে রাখা হয়েছে।
নির্ভরযোগ্য একটি গোয়েন্দা সূত্র জানায়, মাদক ব্যবসায়ীদের গুলিতেই সিয়াম ও রাকিব আহত হয়েছেন। একই সঙ্গে দুইজন র্যাব সদস্যও আহত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে।
What's Your Reaction?






