বর্ষপূর্তিতে ৩০ জন সফল শিক্ষককে সংবর্ধিত করলো বিজয়নগরের স্বজনরা
দেশের শীর্ষ পত্রিকা দৈনিক যুগান্তরের পাঠকদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার আয়োজনে বর্ষপূর্তিতে নতুন কমিটির অভিষেক ও সফল শিক্ষক সংবর্ধনার আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
৭ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক যুগান্তর প্রতিনিধি ও স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক এস এম কামরুল হাসান শান্তের সভাপতিত্বে ও স্বজন মোঃ আজিজুল ইসলাম আসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন দৈনিক যুগান্তরের স্বজন সমাবেশ এর বিভাগীয় সম্পাদক হিমেল চৌধুরী।
উদ্বোধনী বক্তব্যে দৈনিক যুগান্তরের স্বজন সমাবেশ এর বিভাগীয় সম্পাদক হিমেল চৌধুরী বলেন, আমি শৈশবে ফিরে গেলাম। স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার আয়োজনে এমন ভাবে পুরো উপজেলার ৩০ জন শিক্ষককে সংবর্ধনা একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। স্বজন সমাবেশ সারা দেশের সামাজিক, সংস্কৃতি ও মানবিক স্বেচ্ছাসেবীমূলক কাজ করে থাকে। এর মধ্যে স্বজন সমাবেশ এর বিভিন্ন শাখা ছোট পরিসরে শিক্ষক সংবর্ধনা দিয়ে থাকে। তবে আজকের প্রোগ্রামের মত এত ব্যতিক্রম ও বড় পরিসরে শিক্ষক সংবর্ধনা কমই দেওয়া হয়। আমি আশা করব এই সংবর্ধনা প্রদানের কর্যক্রম ধারাবাহিকভাবে প্রতিবছর আয়োজন করবে।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মার্কিন দূতাবাস ঢাকার ডিজিটাল ডেভেলপমেন্ট এডভাইজর, প্রকৌশলী আমিনুল হক চৌধুরী, অষ্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস গভর্নমেন্টের ডিস্ট্রিক্ট ভেটেরিনারিয়ান ডাঃ আজিজুল হক চৌধুরী, তিতাসগ্যাস টি এন্ড ডি পিএলসি, ব্যবস্থাপক মোহাম্মদ হাসান মাহমুদ, দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহজাহান খাঁন, হেফাজতে ইসলাম বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা বোরহান উদ্দিন কাসেমী। বিজয়নগর উপজেলা আকাঈদে আহলে সুন্নাত ওয়াল জামাত সংরক্ষণ পরিষদের সভাপতি মাওলানা মোঃ জহিরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ডাক্তার মোঃ রফিকুল ইসলাম ও সমাজ সেবক ডাঃ মুহাম্মদ আলী নেওয়াজ, প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জালাল উদ্দিন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তর এর সিনিয়র সহ-সম্পাদক কথা সাহিত্যিক ইমন চৌধুরী, দৈনিক যুগান্তর ব্রাহ্মণবাড়িয়ার স্টাফ রিপোর্টার মোঃ ফজলে রাব্বি, ডেইলি স্টার এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মাসুক হৃদয়। ময়মনসিংহ জেলা থেকে আগত গৌরীপুর স্বজন সমাবেশের সভাপতি উপাধ্যক্ষ মো. এমদাদুল হক ও সাধারণ সম্পাদক সেলিম আল রাজ।
উক্ত অনুষ্ঠানে স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলার এক বছরের কার্যক্রমের উপর ভিত্তি করে ১৫ জনকে "সক্রিয় স্বজন" পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে শুরুতে স্বজন হাফেজ মোবাশ্বির এর কোরআন তেলওয়াতের পরে স্বাগত বক্তব্য রাখেন, বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক যুগান্তর প্রতিনিধি ও স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক এস এম কামরুল হাসান শান্ত। সংগঠনের সম্পাদকীয় বক্তব্য রাখেন, স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুবেল।
এসময় আরো বক্তব্য রাখেন, মাধবপুর কলেজের সহকারী অধ্যাপক মনসুরুল হক আকিক, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আকবর হোসেন পাঠান, মাওলানা শফিকুর রহমান, শিহাব উদ্দিন, মাওলানা এনামুল হক সুমন, মাওলানা কবির আহমেদ প্রমুখ।
অতিথিবৃন্দের বক্তব্যে যুগান্তরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তাঁরা বলেন, যুগান্তর গণমাধ্যম জগতে শুধু সংবাদ প্রকাশ করেই নিজেদের দায়িত্ব শেষ করেনি। তারা নিজেদেরকে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে পাঠকদের নিয়ে সামাজিক সংগঠন গড়ে তোলে সামাজিক ও মানবিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। স্বজন সমাবেশ এর আয়োজনে সফল শিক্ষক সংবর্ধনার মাধ্যমে সকল শিক্ষককে সম্মানিত করার পাশাপাশি যুগান্তর নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। আজকে যারা শিক্ষককে সম্মানিত করছে তারা জাতির কাছে সম্মানিত হচ্ছে। কারণ জাতি গড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারিগর হচ্ছে শিক্ষক।
সংবর্ধিত ৩০ জন শিক্ষক বাছাইয়ের জন্য ৭ সদস্য বিশিষ্ট বাছাই কমিটি গঠনের মাধ্যমে পুরো উপজেলা থেকে কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, কওমি মাদ্রাসা ও আলিয়া মাদ্রাসার সাবেক সফল শিক্ষক বাছাই করা হয়। ৭ সদস্য বিশিষ্ট বাছাই কমিটির নেতৃত্বদেন বিজয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাোঃ আবু ইউসুফ, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বিজয়নগর উপজেলা শাখার সভাপতি এবিএম মোর্শেদ কামাল, বিজয়নগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি হাজী মোহাম্মদ শাহ আলম, বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক যুগান্তর প্রতিনিধি ও স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক এস এম কামরুল হাসান শান্ত, স্বজন মোঃ আজিজুল ইসলাম আসলাম, মাওলানা কবির আহমেদ ও মহিউদ্দিন রুবেল।
বাছাইকৃত সংবর্ধিত শিক্ষকবৃন্দ হলেন, জামিয়া ইসলামীয়া দারুল উলুম হরষপুর মাদ্রাসার, মুহতামিম মাওলানা সিরাজুল ইসলাম খাঁন, সাতগাঁও হাসানীয়া মাদ্রাসার হেফজ বিভাগীয় প্রধান হাফেজ মাওলানা খলিলুর রহমান, সিলেট এমসি কলেজের সাবেক প্রফেসর রবিন্দ্র আচার্য্য, নিদারাবাদ ইউনিয়ন স্কুল এন্ড কলেজ আবুল মোবারক ও মাওলানা মোঃ ইব্রাহিম খাঁন, মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, মোঃ আব্দুল হক,পাহাড়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের, সাবেক প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, মোঃ আখতর হোসেন খাঁন, মিরাশানী পলিটেকনিক একাডেমীর সাবেক প্রধান শিক্ষক, মোহাম্মদ মহছিন আহামেদ ইসলামপুর কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক, মোঃ জহুর আহমেদ, চাঁনপুর স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আলী খন্দকার, সাতবর্গ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক,, মোঃ শামসুল হক, দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক নির্মলেন্দু সেন বাদল, মোঃ হাবিব উল্লাহ, মোঃ গিয়াস উদ্দিন আহেমদ ও মোঃ আবু মুছা। আউলিয়ানগর মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল্লাহ, শ্রীপুর ইসলামীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক প্রভাষক, মাওলানা মোঃ নুরুল্লাহ, আদমপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক প্রভাষক মাওলানা খলিলুর রহমান। খাদুরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আনছর আলী, মোঃ কুতুব উল আলম ও সাবেক শিক্ষক সারুয়ার আলম, বীরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ, পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালযের সাবেক প্রধান শিক্ষক, মোঃ আব্দুল কাদের, সাটিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, মাওলানা আব্দুর রব, খাটিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ তাজুল ইসলাম, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম ভূঁইয়া, লক্ষীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ ফজলুল রহমান, তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ সানাউল হক, সাতগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক গোপাল চন্দ্র চৌধুরী।
৩০ জন সাবেক সফল শিক্ষক কে প্রথমেই ব্যাজ পরিয়ে বরণ করে নেওয়া হয়। সফল শিক্ষক সংবর্ধনার আলোচনা পর্ব শেষে একে একে সবাইকে মাল্য পরানো ও ক্রেস প্রদান করা হয়। এসময় জহিরুল ইসলাম ফাউন্ডেশন ও জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডুবাই প্রবাসী মোঃ জহিরুল ইসলামের পক্ষ থেকে তার সন্তানরা সব শিক্ষকদের মাঝে উপহার বিতরণ করেন।
সংবর্ধিত সফল শিক্ষকদের সংবর্ধনা প্রদান করার পরে অনুভূতি প্রকাশ করতে গিয়ে যুগান্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনেকেই আবেগ তাড়িত হয় এই সম্মান প্রাপ্তিতে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারা বলেন জীবনের শেষলগ্নে এমন সম্মান পাব ভাবতে পারিনি। সমাজে এখনো শিক্ষকদের মূল্যায়ন রয়েছে আবারো প্রমাণ করলো যুগান্তর। পরিশেষে যুগান্তরের সফলতার সাথে দীর্ঘায়ু কামনা করছি।
অনুষ্ঠানে বিজয়নগরে সামাজিক ও মানবিক কাজে বিভিন্ন সময় অবদান রাখার জন্য ১০ জন প্রবাসীকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। তাদের পরিবারের সদস্যরা অতিথিদের কাছ থেকে এই শুভেচ্ছা স্মারক গ্রহন করে।
দিনব্যাপী নতুন কমিটির অভিষেক, সক্রিয় স্বজন সম্মাননা, প্রবাসীদের শুভেচ্ছা জানানো ও সফল শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি সবার জন্য আপ্যায়নের মধ্যদিয়ে বিজয়নগর উপজেলার প্রাণকেন্দ্র দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয় এক মিলন মেলায় পরিণত হয়েছিলো।
What's Your Reaction?