বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল বিএনপি---এএইচএম ওবায়দুর রহমান চন্দন

আক্কেলপুর(জয়পুরহাট)প্রতিনিধি
Feb 2, 2025 - 20:04
Feb 2, 2025 - 20:05
 0  8
বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল বিএনপি---এএইচএম ওবায়দুর রহমান চন্দন

বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। যে দলের নেতাকর্মীরা সকল ধর্মের মানুষদেরকে সন্মান করে ও ভালবাসে। কিছু ধর্ম ভিত্তিক দল দেশের মানুষদেরকে ভুল তথ্যদিয়ে বিপদগামী করার চেষ্টা করছে। যখন ফ্যাসিষ্ট শেখ হাসিনা ১৭ বছর আমাদের উপর জুলুম নির্যাতন চালালো তখন তারা কোথায় ছিলো।‘বিএনপির কোনো নেতাকর্মী বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাসহ প্রয়োজনে তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে।’

আক্কেলপুর উপজেলা মহিলাদলের কর্মীসমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন,বিএনপি নেতাকর্মীদের প্রতি কাজকর্মে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুর রহমান চন্দন বলেন, বিএনপির নাম ব্যবহার করে অপকর্মকারীদের কোনো ছাড় নেই। রাজনীতিকে কলুষমুক্ত করতে মহিলা বিএনপিকেই নেতৃত্বের ভূমিকা পালন করতে হবে। পরাজিত শক্তি দেশের এই অভূতপূর্ব ঐক্য বিনষ্ট করার চক্রান্ত করছে। আমরা যাতে কেউ এ ফাঁদে না পড়ি সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। 
আক্কেলপুর উপজেলা মহিলাদলের সভাপতি মোছাঃ নিহার সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কমল,আক্কেলপুর পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আলমগীর চৌধুরী বাদশা,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ রানা,জয়পুরহাট জেলা কৃষকদলের সভাপতি সেলিম রেজা ডিউক,জেলা মহিলাদলের সভাপতি পারভিন বানু,আক্কেলপুর পৌর বিএনপির সভাপতি মোঃ আফাজ উদ্দিন সাধারন সম্পাদক আমিনুল ইসলাম পল্টু,বিএনপি নেতা আমিনুর রশিদ ইকু,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু রায়হান খান,বিএনপি নেতা মোঃ মামুনুর রহমান বিএনপি নেতা এম কেরামত আলীসহ জেলা ও উপজেলা মহিলাদলের নেতৃবৃন্দ। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow