বাংলাদেশ প্রেসক্লাব কসবা উপজেলা শাখার সভাপতি মোবারক হোসেন চৌধুরী নাছির সাধারণ সম্পাদক সজল আহাম্মদ খান

বাংলাদেশ প্রেসক্লাব কসবা উপজেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোবারক হোসেন চৌধুরী নাছির দৈনিক ঢাকা এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সজল আহাম্মদ খান, দৈনিক মানবজমিন।
এ কমিটির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ দৈনিক সরেজমিন বার্তা।
একটি সুন্দর ও কার্যকর কমিটি গঠনের লক্ষ্যে সংশ্লিষ্ট সাংবাদিকদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের দায়িত্ব যথাযথ ভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
তারা বলেন সাংবাদিকের অধিকার রক্ষা পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ন্যায় সঙ্গত সাংবাদিকতা নিশ্চিত করতে এই কমিটি কাজ করবে।
মোবারক হোসেন চৌধুরী নাছিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজল আহাম্মদ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ আবুল বাশার মিয়া, সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক আরিফ, সহ-সভাপতি মোঃ জানে আলম রনি, সাংগঠনিক সম্পাদক মোঃ শেখ আবুল কাশেম,
অর্থ সম্পাদক মোঃ সালেক আহমেদ তারেক সদস্য মোহাম্মদ আবুল কালাম ইউসুফ, মোঃ আমজাদ হোসেন চৌধুরী, প্রধান শিক্ষিকা রহিমা খাতুন প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি বক্তব্যে বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা ন্যায়, নীতি ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
পরিশেষে
নতুন কমিটির সকল সদস্যকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়।
What's Your Reaction?






