বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে-ইউএনও সঞ্চিতা বিশ্বাস
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে
যুব উন্নয়ন অফিসার এসএম নাছির উদ্দীন এর সঞ্চালনায়
ইউএনও সঞ্চিতা বিশ্বাস বলেন,
বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তিতে য়ে অগ্রগতি হয়েছে সেটা শুধুমাত্র শিক্ষার ক্ষেত্রে উপলব্ধি তা না,এটার বাস্তব প্রয়োগে ডিজিটাল বাংলাদেশ হয়েছে।
তিনি আরও বলেন,মানবিকতা ও সৃজনশীলতাকে বজায় রেখে উন্নত সমৃদ্ধির স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে বর্তবান সরকারের নেতৃত্বে এটা সম্ভব। বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান,ভাইস-চেয়ারম্যান শেখ মোঃ হাফিজুল ইসলাম,মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম,
উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাছির উদ্দীন,পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন মীর,মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন,আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আমিনুল হক,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়া উদ্দিন আহম্মেদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মামুনুর রশিদ,একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার প্রমুখ।
What's Your Reaction?