বাংলাদেশ যুব ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশ যুব ঐক্য পরিষদের উদ্যোগ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৪ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিমান মানবাধিকার নেতা ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্তের উপর মিথ্যা মামলা এবং সারাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর গায়েবি মামলার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি এডভোকেট তুষার কুমার দত্তের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জয় কর্মকার, সহসভাপতি সজল কুমার সাহা, যুগ্ন সাধারণ সম্পাদক উৎপল দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ইন্দ্রজিত পাল নিত্য,
সদস্য এ্যাডভোকেট প্রীতি কনা রাহা, প্রকাশনা সম্পাদক বিভাষ দত্ত, সাংগঠনিক সম্পাদক ইন্দ্রজিৎ দাস, অর্থ সম্পাদক,বাবু কর, মানব সম্পাদক দীপন ঘোষ, আদবাসী বিষয়ক সম্পাদক বিষ্ণু রবিদাস, যুব ক্রীড়া বিষয় সম্পাদক প্রকাশ কর্মকার প্রমূখ। এ সময় ফরিদপুর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
সভায় বক্তারা অবিলম্বে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানবাধিকার নেতা ও হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্তের উপর মিথ্যা মামলা ও সারাদেশে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের উপর গায়েবি মামলা প্রত্যাহারের দাবি জানান। তারা শারদীয় দুর্গাপূজা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে এছাড়া পূজা চলাকালে কোনরকম বিশৃঙ্খলার ঘটনা না ঘটতে পারে সে ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়ার জন্য অন্তবর্তী কালীন সরকারের নিকট দাবি জানান।
বক্তারা বলেন এদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আবহমান কাল ধরে একসাথে বসবাস করে আসছে। আর তাই সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বক্তারা ফরিদপুরের বিভিন্ন হিন্দু নেতৃবৃন্দের পূজার আগেই গায়েবী মামলা প্রত্যাহারের দাবী জানান ।
What's Your Reaction?