বালিয়াকান্দিতে আগ্রহের সাথে উঠান বৈঠকের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার শিখছেন গ্রামীণ নারীরা 

মো: আজমল হোসেন,বালিয়াকান্দি(রাজবাড়ী) প্রতিনিধি
Nov 17, 2024 - 20:37
 0  7
বালিয়াকান্দিতে আগ্রহের সাথে উঠান বৈঠকের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার শিখছেন গ্রামীণ নারীরা 
ইন্টারনেটের দুনিয়া সবার,এরই আলোকে রাজবাড়ীর বালিয়াকান্দি শেখ পাড়া প্রথম আলো বন্ধু সভার আয়োজনে ও গ্রামীণ ফোনের ব‍্যবস্থাপনায় মোঃ আফজাল শেখের বাড়িতে গ্রামীণ ফোন উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 
১৬ নভেম্বর (শনিবার) সকালে বালিয়াকান্দি শেখ পাড়া আফজাল শেখের বাড়ি ও বিকালে বেরুলী সালদা পাড়ায়, রেজাউল করিমের বাড়িতে এবং পরেরদিন ১৭ নভেম্বর (রবিবার) সকালে বহরপুর ইউপির সতীনাথ সাহার বাড়ি ও বিকালে জামালপুর ইউপির চাঁদ আলির বাড়িতে প্রথম আলো বন্ধু সভার সদস্য প্রিয়া রহমান ও জারিন সুবহা অনন‍্যার উপস্থাপনায় বালিয়াকান্দি শেখ পাড়ার, বেরুলী এলাকার সকল নারীদের উপস্থিতিতে গ্রামীণ ইন্টারনেটের ব্যবহার শিখছেন নারীরা- গ্রামীণ ইন্টারনেটের শিখনের ফাঁকে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে গ্রামীণ নারীদের কোন খাবার খেলে শরীরের কি উপকারে আসে এবং নারীদের মাসিক সম্পর্কে আলোচনা করেন ঢাকা মেডিকেল কলেজ সহায়ক হেল্থ মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ তাসলিম জারা। এর পর গ্রামীণ ইন্টারনেটের প্রথম আলো বন্ধু সভার সদস্যদের সহযোগিতা নিয়ে বিভিন্ন কুইজ, খেলা ও ভিডিও  দেখে কাগজের মাধ্যমে বাস্তবে ফুল তৈরি করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কৃত বিতরণ করেন। 
এসময় গ্রামীণ ইন্টারনেটের উঠান বৈঠকে উপস্থিত ছিলেন প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি এম রালেদুল হক রায়হান। দৈনিক খোলাচোখ ও সময়ের কাগজ  পত্রিকার বালিয়াকান্দি প্রতিনিধি মো. আজমল হোসেন, গোয়ালন্দ বন্ধুসভার সদস্য ও উঠান বৈঠক দলের দলনেতা মোঃ সাজ্জাদ হোসেন, রাজবাড়ী বন্ধুসভার দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক রাহিম মোল্লা, গ্রামীণ ফোনের সহযোগী সংস্থা উইন্ড মিল সংস্থার খুলনা জোনের সুপার ভাইজার শুভজিৎ পালিত, ভিপি তন্ময় মিত্র প্রমুখ উপস্থিত ছিলেন। 
উঠান বৈঠকে গ্রামীণ ফোন ইন্টারনেট সম্পর্কে ধারণা, স্বাস্থ‍্য সম্পর্কে সচেতনতা, কাগজ দিয়ে ফুল তৈরি, ঝুড়িতে বল নিক্ষেপ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে গ্রামীণ ফোনের সৌজন্য পুরস্কার প্রদান ও নাস্তা বিতরণ করা হয়।
উঠান বৈঠক সম্পর্কে গোয়ালন্দ বন্ধু সভার সদস‍্য ও উঠান বৈঠক পরিচালনা দলের দলনেতা মো. সাজ্জাদ হোসেন বলেন, গ্রামীণ ফোনের সহযোগিতা ও প্রথম আলো বন্ধু সভার আয়োজনে রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলার ৩২ টি ইউনিয়নে গ্রামীণফোন ইন্টারনেট সম্পর্কে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow