বালিয়াকান্দিতে চুরি যাওয়া মালামালসহ আটক ৩ চোর
রাজবাড়ীর বালিয়াকান্দিতে অভিযান পরিচালনা করে চোরাই মালামালসহ ৩ চোরকে আটক করেছে বালিয়াকান্দি থানা পুলিশ।
রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ গত ১৬ সেপ্টেম্বর দিবাগত সন্ধ্যা হতে গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে চোরদের চুরি যাওয়া মালামালসহ আটক করে।
আটককৃতরা হলেন, বহরপুর ইউনিয়নের নতুনচর গ্রামের মৃত নাজিম উদ্দিন মৃধার ছেলে মোঃ মেহেদী হাসান টুকু (৪৫), একই এলাকার মোঃ জালাল শেখের ছেলে আব্দুল্লাহ শেখ(২১) ও মোঃ ইউসুফ আলী শেখের ছেলে ইনদাদুল শেখ(৩৬)।
বালিয়াকান্দি থানা পুলিশ সূত্রে জানা যায়, বালিয়াকান্দির বাঘুটিয়া গ্রামে বিলের মাঝ থেকে ১টি কাঠের নৌকা আনুমানিক মূল্য ৭ হাজার টাকা এবং ২ গাছা চায়না দুয়ারী জাল যার আানুমানিক মূল্য ১২ হাজার টাকা ও অপর ১টি কাঠের নৌকা আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা সুকৌশলে চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনদের সহযোগিতায় মাশালিয়া বিলের মাঝ থেকে বালিয়াকান্দি থানা পুলিশ চোরদেরকে মালামাল সহ হাতেনাতে গ্রেফতার করে।
এ ঘটনার ব্যাপারে বালিয়াকান্দি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
What's Your Reaction?