বালিয়াকান্দিতে জমি সংক্রান্ত জেরে হামলা ও মারপিট, থানায় অভিযোগ দায়ের

মো: আজমল হোসেন,বালিয়াকান্দি(রাজবাড়ী) প্রতিনিধি
Nov 28, 2024 - 20:37
 0  4
বালিয়াকান্দিতে জমি সংক্রান্ত জেরে হামলা ও মারপিট, থানায় অভিযোগ দায়ের

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকসীয়া বাড়ি গ্রামে মোঃ হানিফ ফকির ও মোস্তাফিজুরের বাড়িতে ঢুকে সন্ত্রাসী কায়দায় জখম ও মারধরের অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার সকালে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকসিয়াবাড়ি গ্রামে আহত হানিফ ফকিরের মেয়ে নাসরীন আক্তার বাদী হয়ে বালিয়াকান্দি থানায় এ অভিযোগপত্র দায়ের করেন।

,অভিযোগ সূত্রে জানা যায়, হানিফ ফকিরের সাথে পাশের বাড়ির ১ নং বিবাদী ওমর আলীর সাথে দীর্ঘদিন ধরে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে বিবাদী ওমর আলী ১২/১৩ জন সন্ত্রাসী নিয়ে ধারালো রামদা, ছ্যানদা, লোহার হাতুড়ি, লোহার রড,, ষ্টীলের পাইপ, হকিস্টিক, বাঁশের লাঠি, কাঠের বাটাম সহ বিভিন্ন প্রকার অস্ত্র নিয়ে, বাড়িতে ঢুকে, অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকলে, বাদীর ভাই মোস্তাফিজুর ঘর থেকে বেরিয়ে এসে, গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদী ওমর আলীসহ তার সাথে থাকা সন্ত্রাসী বাহিনী এলোপাতাড়ি ভাবে আঘাত করলে হানিফ ফকির ও ছেলে মোস্তাফিজুর গুরুতর ভাবে জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে বাড়ির লোকজনের ডাক চিৎকারে, স্হানীয়রা এগিয়ে আসে এবং তাদের উদ্ধার করে দ্রুত বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। 

এঘটনায় ভুক্তভোগী আহত হানিফ ফকিরের মেয়ে বাদী হয়ে বালিয়াকান্দি থানায় ৯ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন।

 অভিযুক্তরা হলেন, মোহাম্মদ আলীর ছেলে মোঃ ওমর আলী (৫০), মো. আলী মিয়ার ছেলে মোঃ ছন্দু মিয়া(৩২), মৃত মোহাম্মদ আলীর মেয়ে মনোয়ারা বেগম (৩৪), মো. ওমর আলীর স্ত্রী রহিমা বেগম (৩৭), মৃত সুরুজ মিয়ার স্ত্রী রোজিনা বেগম (৩৫), মো. ইমদাদুল মিয়ার স্ত্রী আছিয়া বেগম(৩৪), মো. আকরাম মিয়ার স্ত্রী সোনালী বেগম(২৮), মো. রহিম মিয়ার স্ত্রী লতাশা বেগম(২৬), মৃত আলী মিয়ার স্ত্রী জাঁকিয়া বেগম ((৪৫)।

বাদী নাসরীন আক্তার ইতি জানান, আমাদের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow