বালিয়াকান্দিতে ঝরে পড়া শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
রাজবাড়ীর বালিয়াকান্দিতে হাতিমোহন উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের ঝড়ে পড়া শিক্ষার্থীদের মধ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতারণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ও রোববার সকালে বালিয়াকান্দির জামালপুর ইউনিয়নের নটাপাড়া হাতিমোহন উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। হাতিমোহন উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। হাতিমোহন উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজার মো: আজমল হোসেনের সঞ্চালনায়, জামালপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়াডের সদস্য মো: মোস্তাফিজুর রহমান রানার সভাপতিত্বে হাতিমোহন উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব কুমারেশ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সকল শিক্ষার্থীর অভিভাবক সহ আউট অব-স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের সুপারভাইজার - সুমন দাস, শহিদুল ইসলাম (আক্কাচ) ও তারেকুর রহমান।
দিনব্যাপী এ সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন-অত্র বিদ্যালয়র শিক্ষিকা লাবনী সরকার। পুরস্কার বিতরণ শেষে সকল শিক্ষার্থীর মঙ্গল কামনা করে সমাপ্তি ঘোষণা করা হয়।
What's Your Reaction?